সাজ্জাদুল হক : নতুন ভ্যাট আইন বাস্তবায়নের কারণে আসছে বাজেটে বড় ধরনের পরিবর্তন আসছে রাজস্ব কাঠামোতে। ব্যক্তি আয়ের করমুক্ত সীমা বাড়ার পাশাপাশি শুল্ক কাঠামোতেও আসছে পরিবর্তন। রাজস্ব আয় বাড়ানো, স্থানীয় শিল্পের সুরক্ষা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে এসব সিদ্ধান্তে যাচ্ছে সরকার।
বড় বাজেট বাস্তবায়নে দরকার রাজস্ব আয় বাড়ানো। নতুন ভ্যাট আইন সেক্ষেত্রে অনেকটাই আশা দিচ্ছে সরকারকে। আর এর আলোকেই আসছে বাজেটের রাজস্ব কাঠামোতে আনা হচ্ছে পরিবর্তন।
বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবি ও মানুষের আয় বাড়ার প্রেক্ষিতে বাড়ানো হতে পারে ব্যক্তির করমুক্ত আয়সীমা। পুনর্বিন্যাস হতে পারে কর্পোরেট কর হারও।
পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দেশে আমদানি পর্যায়ে শুল্ক স্তর কম। এর ফলে উৎপাদক ও আমদানিকারকদের মধ্যে তৈরি হয় বিরোধ, ব্যহত হয় বাণিজ্য সম্প্রসারণ। নতুন বাজেটে তাই ১৫ শতাংশের নতুন একটি ঘর করে করা হচ্ছে ছয় স্তরের শুল্ক কাঠামো। এক শতাংশ কমিয়ে চার শতাংশ করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্কও।
রাজনৈতিক অস্থিরতা ফিরে না এলে প্রায় আড়াই লাখ কোটি টাকার রাজস্ব আদায় কঠিন হবে না বলছেন বিশ্লেষকেরা। । ইনডিপেন্ডেন্ট টিভি