এম রবিউল্লাহ: হার্ট সার্জারির আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। সোমবার রাতে সার্জারির আগে নেওয়াজ মোদিকে ফোন দেন বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ। এক টুইট বার্তায় তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন বিকাশ।
বিকাশ তার টুইটারে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ ফোন করেছেন। মোদিও নেওয়াজের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
নেওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নেওয়াজ শরিফ শুক্রবার নিশ্চিত করেন সোমবার তার বাবাকে সার্জারি করা হবে। বাবার জন্য নেওয়াজ কন্যা মরিয়ম জাতির কাছে দোয়া চান। এই খবর প্রকাশের পরে পাকিস্তানের রাজনীতিবিদ ও খেলোয়াড়রাও নেওয়াজের সুস্থতা কামনা করেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো, ক্রিকেটার আব্দুল হাফিজ ও উমর আকমল ইন্টারনেটে নেওয়াজ শরিফের সুস্থতা কামনা করেন।
আন্তর্জাতিক অঙ্গনের রাজনীতিবিদরাও নেওয়াজ শরিফের সুস্বাস্থ্য কামনা করেছেন। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাহমন ও বিট্রিশ ফরেন সেক্রেটারি হ্যামন্ডও প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সুস্বাস্থ্য কামনা করেছেন।
পাক প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, নেওয়াজ শরিফকে সপ্তাহ খানেক হাসপাতালে থাকতে হতে পারে। তার দেশে ফেরা নির্ভর করছে চিকিৎসকদের অনুমোদনের উপর। প্রধানমন্ত্রীর অনুপস্থিতে দেশের আইন মোতাবেক সব কিছু চলবে। অর্থমন্ত্রী সিনেটর ইসহাক দার সরকারের নিয়মিত সব কার্যক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
২০০৮ সাল থেকেই নেওয়াজ শরিফের হার্টের অবস্থা খারাপ যাচ্ছে। এই বছর তিনি চিকিৎসার জন্য দুইবার লন্ডনে আসেন। এপ্রিল মাস থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন। চেলসির রয়াল ব্রমটন হাসপাতালে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। দ্য ডন।