শহিদুল ইসলাম ও ইউসুফ রেজা : চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নগর জামায়াতের রোকনসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
তারা হলেন, আব্দুর সবুর (৫১) তার ছেলে তাসনিম আহমেদ তাহসিন (১৮) ও শহিদুল আলম (২৪)।
মঙ্গলবার রাতে নগরীতে হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার ৬নং হাসমত আলী রোডস্থ দ্বীপ ম্যানশনের ২য় তলা বাসা থেকে তাদের আটক করা হয়। মহানগর গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মোকতার হোসেন জানান, হালিশহর দ্বীপ ম্যানশনের ২য় তলার একটি বাসা জামায়াত শিবিরের গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই, ধর্মীয় উস্কানিমূলক বই, যুদ্ধাপরাধের বিচারকে প্রহসনের বিচার আখ্যায়িত করে প্রকাশিত বই, লিফলেট, ব্যানার উদ্ধার করা হয়।