সিলেটের সকাল :
আগামী ১০ জুলাই থেকে বিলুপ্ত ছিটমহলবাসীদের ভোটার করে নেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় বিলুপ্ত ১১১টি ছিটমহলকে ২৫ ইউনিয়নের সঙ্গে যুক্ত করে একটি তালিকা প্রণয়ন করেছে। যা সম্প্রতি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে মন্ত্রণালয়।
বর্তমানে সে তালিকা ধরে বিলুপ্ত ছিটমহলবাসীদের ভোটার করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসি।
সূত্র জানায়, আগামী ১৫ জুন নতুন ভোটার এলাকা সৃষ্টি করে কোড নম্বর প্রদান, ২৬ জুন তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগ এবং আগামী ১০ থেকে ১৬ জুলাই বাড়ি বাড়ি গিয়ে তথ্য (২ নম্বর ফরম) সংগ্রহ করা হবে। আর ভোটার হতে ফটো তোলা হবে ১৭ থেকে ২৫ জুলাই পর্যন্ত।
এরপর ১ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে, ২৮ আগস্ট খসড়া ভোটার তালিকা সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৪ সেপ্টেম্বর।
বিলুপ্ত ছিটমহলগুলোতে মোট জনসংখ্যা ৩৭ হাজার ৫৩৫ জন। এদের কমপক্ষে ৬০ শতাংশ ভোটার হওয়ার যোগ্য বলে মনে করছেন ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, পরিকল্পনাটি কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।