সিলেটের সকাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি কলেজ থেকে একটি হাঁস স্নাতক ডিগ্রি অর্জন করেছে। অবিশ্বাস্য শোনালেও বিষয়টি মিথ্যা নয়। এমনকি ওই হাঁসটি শিক্ষাবর্ষ শেষে স্নাতক ডিগ্রিধারীদের সার্টিফিকেট গ্রহণের অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের সঙ্গে এক লাইনে শোভাযাত্রাও হেঁটেছে!
এই ‘শিক্ষিত’ হাঁসটির নাম সেরজিও। আসল ঘটনা হলো, একটি গবেষণার অংশ হিসেবে ওই কলেজের স্নাতকের শিক্ষার্থীরা ৪০ টি ডিম সংগ্রহ করেছিলেন। বিশেষ প্রক্রিয়ায় ডিম থেকে বাচ্চা ফুটানো ছিল তাদের গবেষণার মূল অংশ। ডিম থেকে বাচ্চা ফুটছিল ঠিকই কিন্তু প্রতিটি বাচ্চাই পৃথিবীর আলো বাতাসে আসার পরপরই মারা যাচ্ছিল। শিক্ষার্থীরা ধরে নেয় কোথাও গলদ আছে, একটাও বাঁচবে না। এভাবে ৪০টি ডিমের ৩৯টি বাচ্চাই মারা গেল। তবে তাদেরকে অবাক করে দিয়ে ঠিক ৪০ তম ডিম থেকে ফোটা বাচ্চাটি বেঁচে গেল। সে ধীরে ধীরে বড়ও হলো এবং গোটা ক্যাম্পাসে প্রিয়মুখ হয়ে উঠল। সে ছাত্রদের পেছনে সারাক্ষণ ঘুরঘুর করে। ক্লাস শুরু হলে অন্য ছাত্রদের পাশে বেঞ্চে উঠে বসে। এমনকি পরীক্ষার হলেও সে প্রতিদিন হাজির থাকে। শিক্ষার প্রতি এই ‘অনুরাগের’ কারণে কর্তৃপক্ষ তাকে ‘স্নাতক’ ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নেয়। -ইউপিআই