সিলেটের সকাল ডেস্ক : সংসদে উত্থাপিত ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণে ১শ’ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংসদে বাজেট প্রস্তাব উত্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে শারীরিকভাবে প্রতিবন্ধী লোকের সংখ্যা প্রায় ১.৫০ কোটি। আগামী বছর আমরা শারীরিক প্রতিবন্ধীদের ট্রেন, নৌযান অর্থবা সিটিবাসে বিশেষ পরিবহন সুবিধা দেব।
নিউরোজনিত বিকাশে অক্ষম ব্যক্তিদের জন্য ইতোমধ্যেই পদক্ষেপ নেয়া হয়েছে এবং প্রতিবন্ধী লোকদের ব্যবহারের জন্য পাবলিক টয়লেট তৈরির পদক্ষেপ নেয়া হবে।