আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি ঃ এবার বগুড়ার শাজাহানপুরে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে বিএনপির নেতা-কর্মী।
বুধবার ১জুন সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক নামক স্থানে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের নির্বাচনী প্রচারণার এক জনসভায় বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহন ও বিএনপি বিরোধী বক্তব্য দিতে দেখা যায়।
নৌকা প্রতীকের প্রচারণার এ জনসভায় অংশ নেন, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ তছলিম উদ্দীন ও উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মুরতুজা আলী রেজা সহ দলীয় বেশ কিছু নেতাকর্মী।
তারা বক্তব্যে বলেন, জনগণের কল্যান ও এলাকার উন্নয়ন করতে হলে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। দল দেখে লাভ নেই, আপনারা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ খোরশেদ আলমকে বিজয়ী করুন।
এ প্রসংগে শাজাহানপুর উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ আবুল বাশার জানিয়েছেন, এই দু’জনই বিএনপির নেতা হওয়ায় ঐ ইউনিয়নে তারা বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার দলীয় সমর্থন না পওয়ায় ও চেয়রম্যান পদপ্রার্থী হতে না পেরে তারা মূলতঃ দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাছাড়া তছলিম উদ্দীন উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক হলেও সে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের বেয়াই। তবে এরকম দু’একজনের জন্য দলের কোন ক্ষতি হবেনা বলেও উল্লেখ করেন তিনি ।
এদিকে “ব্যক্তির চেয়ে দলবড়, দলের চেয়ে দেশ বড়”। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এই শ্লোগানকে বুকে ধারণ করার পরও কেন দলের চেয়ে আত্মীয় বড়, এমন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ তছলিম উদ্দীন বলেন, সব বিষয়ে রাজনৈতিক চিন্তা বিবেচনা করলে চলেনা।
অপরদিকে নাম প্রকাশ না করার স্বার্থে তৃণমূল পর্যায়ের কয়েক নেতা বলেন, ক্ষমতার লোভ ও মনোনয়ন না পাওয়ার বেদনাকে কেন্দ্র করে তারা দলকে ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত। এছাড়াও বিএনপি’র মধ্যে আওয়ামীলীগের অনেক আত্মীয়-স্বজন আছে, যারা শুধু স্বার্থ হাসিলের জন্য দল করে। বিএনপি’র দুর্দিনে তাদের মুখোশ উন্মেচিত হয়েছে।