ডেস্ক রিপোর্ট : আবারও শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নিবেন দেশের ২৭ জন প্রতিভাবান ক্রিকেটার। টানা ৮ মাসের এই ক্যাম্পের প্রধান কোচের দায়িত্বে কে থাকবেন সেটি নির্ভর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কান কোচ চান্দিকা হাতুরুসিংহের পছন্দের ওপর।
হাই পারফর্মেন্স ইউনিট (এইচপি) টিমের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিন লঙ্কান গ্রেট ক্রিকেটার – কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, মারভান আতাপাত্তু। এছাড়াও এই তালিকায় আছেনভারতের সাবেক অলরাউন্ডার রবিন সিং। তবে চান্দিকা হাতুরুসিংহের পছন্দের তালিকায় মারভান আতাপাত্তু রয়েছেন এক নম্বরে।
২০০৭ সালে ক্রিকেটের সকল ফরম্যাট থেকে বিদায় নেয়ার পর কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন আতাপাত্তু। ২০০৯ সালে ক্যানাডা ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এবং ২০১০ সালে সিঙ্গাপুর ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পান এই সাবেক লঙ্কান অধিনায়ক। এরপর ২০১১ সালে নিজ দেশ শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান আতাপাত্তু।
তবে আতাপাত্তুর মতো কোচিং ক্যারিয়ার এতটা সমৃদ্ধশালী নয় লঙ্কান সাবেক ব্যাটিং স্তম্ভ কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের। সেই কারণে অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করে আতাপাত্তুই হাথুরেসিংহের পছন্দের তালিকায় শীর্ষে আছেন।
বুধবার রাতে দুই মাসের ছুটি শেষে ঢাকা ফিরছেন হাথুরুসিংহে। দেশে ফেরার পরেই বিসিবি কোচের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। এইচপি ক্যাম্প মুলত পরিচালনা করা হবে একজন বিদেশি কোচের তত্ত্বাবধায়নে। তাকে সাহায্য করবেন দেশীয় কোচরা। প্রিয়