ডেস্ক রিপোর্ট: নানা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে গত ৩১ মে শেষ হলো বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের নির্ধারিত তারিখ। আজ ১ জুন থেকে অনিবন্ধিত সিমের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সংযোগ চালু রাখতে আজও অনেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট ফি দিয়ে সিম নিবন্ধন করছেন।
সিম নিবন্ধন করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন জনপ্রিয় সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।
আহমেদ ইমতিয়াজ বুলবুল স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার দুটি গুরত্বপূর্ণ মোবাইল সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখলাম সিম দুটি অন্য দুটি মানুষের নামে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। বাহ!’
তিনি আরো লেখেন, ‘এখন থেকে ওই দুটি ভাগ্যবান মানুষ ইচ্ছে করলেই আমার সকল গোপন তথ্য সহজেই কালেক্ট করতে সক্ষম। বাহ! কারণ ওই ফোন দুটিতেই আমার কাছের মানুষরা কল দিতেই কল ধরবে ওই ভাগ্যবান দুজনে। বাহ! বাহ! এ জন্য বিশেষভাবে ধন্যবাদ রইল মোবাইল কোম্পানির জন্য।’