আশরাফ চৌধুরী রাজু, সিলেট : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের একটি ফসলি জমি থেকে মায়ারুন বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে লাশটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মায়ারুন বেগম সিলেটের জালালাবাদ থানার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের চামাউড়া কান্দিগামের আক্কাছ আলীর মেয়ে।
জানা যায়, গত চার বছর আগে তার বিয়ে হয় গোলাপগঞ্জ থানার ইসলামপুর গ্রামের মনাফ দর্জির ছেলে বুরহান উদ্দিনের সঙ্গে। তাদের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তার নাম মানিক মিয়া (সাব্বির)।
মায়ারুনের মা সমলা বেগম জানান, বিয়ের পর থেকে মায়ারুনকে যৌতুকের দাবিতে নির্যাতন করত বুরহান উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। গতকাল বুধবার দুপুর ১২টায় মায়ারুন ফোন দিয়ে বলে তার স্বামী তাকে খুব বেশি মারধর করেছে। এরপর বিকাল পৌনে ৩টার দিকে খবর আসে মায়ারুন মারা গেছে। এরপর তারা গোলাপগঞ্জে মায়ারুনের বাড়িতে যান।
এ ব্যাপারে জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হত। একাধিকবার তাদের ঝগড়া মিমাংসা করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলার ইসলামপুরের স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, প্রতিবেশী নূর উদ্দিন নামের একজন লোক গতকাল বুধবার বেলা ২টার দিকে ফোন দিয়ে বলেন বুরহান উদ্দিনের স্ত্রী মারা গেছে। তখন তিনি ঘটনাস্থলে যান। পরে তিনি গোলাপগঞ্জ থানার ওসিকে বিষয়টি অবগত করেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে এসআই সুদীপ বড়ূয়া জানান, লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।