মমিনুল ইসলাম: সমকামী ও উভকামী পুরুষদের ওপর থেকে আজীবন রক্তদানের নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। শিগগিরই এ ঘোষণা দিতে যাচ্ছে দেশটির আদালত।
যুক্তরাজ্যের এ দেশটিতে যেসব পুরুষদের অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে তাদের রক্ত দেয়া নিষিদ্ধ। তবে যুক্তরাজ্যের অন্যান্য জায়গায় এ অনুমতি রয়েছে।
১৯৮০ সালে এইডস সঙ্কট দেখা দেয়ার পর যুক্তরাজ্যজুড়ে একই ধরনের নিষেধাজ্ঞা দেয়া হয়। পরে মেডিকেল গবেষণায় এ পদক্ষেপকে অপ্রয়োজনীয় বলে তুলে নেয়ার সুপারিশ করা হয়। এরপর ২০১১ সালে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
যুক্তরাজ্যের অধিকাংশ জায়গায় এ ধরনের পুরুষদের রক্ত দেয়ার ক্ষেত্রে ১২ মাসের বিধিনিষেধ আরোপ করা হয়।
যদিও নর্দার্ন আয়ারল্যান্ডে সমকামী ও উভকামীদের রক্ত দেয়া নিষেধ। তবে যুক্তরাজ্যের এমন সব জায়গা থেকে দেশটি রক্ত নিয়ে আসে যেখানে এমনটি করা হয়। তাই এটাকে অযৌক্তিক উল্লেখ করে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আদালত। – ইন্ডিপেন্ডেন্ট।