জাফর আহমদ: করমুক্ত আয়সীমা ২ লক্ষ ৫০ হাজার টাকা অপরিবর্তিত থাকছে। বৃহস্পতিবার বিকেলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা বলেন। এ ছাড়া নারী ও ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের করমুক্ত আয় সীমা থাকবে ৩ লাখ টাকা।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, ২ লক্ষ ৫০ হাজার থেকে ৪ লাখ পর্যন্ত ১০ শতাংশ সুদ দিতে হবে। ৫ লাখ পর্যন্ত ১৫ শতাংশ কর দিতে হবে। ৬ লাখ পর্যন্ত ২০ শতাংশ; ৩০ লাখ পর্যন্ত ২৫ শতাংশ এবং তার উপরে আয়ের উপর ৩০ শতাংশ কর দিতে হবে।