রিকু আমির: প্রস্তাবিত বাজেটে ১৩টি খাতের মধ্যে শিক্ষা ও প্রযুক্তিখাতে বরাদ্দ সবচেয়ে বেশি। এর পরিমাণ ৫২ হাজার ৯১৪ কোটি টাকা। সবচেয়ে কম বিনোদন, সংস্কৃতি ও ধর্মখাতে। এর পরিমাণ ২ হাজার ৭০৪ কোটি টাকা। বাজেট সংক্ষিপ্তসার থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী- বরাদ্দ বেশিরদিক থেকে দ্বিতীয় জনপ্রশাসন খাত, পরিমাণ ৪৭ হাজার ২৭৩ কোটি টাকা। তৃতীয় পরিবহন যোগাযোগ খাতে, পরিমাণ ৩৭ হাজার ২৬৫ কোটি টাকা। চতুর্থ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত, পরিমাণ ২৩ হাজার ৫৩৯ কোটি টাকা। পঞ্চম প্রতিরক্ষা খাত, প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ ২২ হাজার ১৩০ কোটি টাকা। ষষ্ঠ কৃষি খাত, পরিমাণ ২২ হাজার ৭০৮ কোটি টাকা। সপ্তম জনশৃঙ্খলা ও নিরাপত্তা, পরিমাণ ২১ হাজার ৬৩ কোটি টাকা। অষ্টম সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, পরিমাণ ১৯ হাজার ৮৮০ কোটি টাকা। নবম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, এ খাতে প্রস্তাব করা হয়েছে ১৭ হাজার ৪৮৬ কোটি টাকার। দশম জ্বালানি ও বিদ্যুৎ, পরিমাণ ১৫ হাজার ৩৫ কোটি টাকা। একাদশ শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে। এ খাতে প্রস্তাবিতের পরিমাণ ৩ হাজার ৫৫৮ কোটি টাকা।