রফিক আহমেদ : বিএনপির স্থায়ী কমিটির তিন শীর্ষ নেতা অর্থমন্ত্রীর ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এই বাজেট কৃষক, কৃষি নির্ভর নয়-উচ্চ বিলাসী বাজেট। বৃহস্পতিবার বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ল্যা. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, এত বড় বাজেট সরকার বাস্তবায় করতে পারবে ন। সরকার বড় বড় প্রজেক্ট এ বাজেটে অন্তর্ভূক্ত করলেও তা বাস্তবায় করতে পারবে না। এই বাজেট কৃষক ও কৃষি নির্ভর বাজেট হয়নি। এটা একটা গতানুগতিক বাজেট। দেশে শিল্প বিকাশের পরিকল্পনা এ বাজেটে নেই। বিদেশ থেকে আমদানি নির্ভরতার ওপর এ বাজেটে জোর দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, এই বাজেট উচ্চ বিলাসী বাজেট। নিজস্ব অর্থায়ণে এ বাজেট বাস্তবায়ন করা যাবে না। দেশের বিভিন্ন ব্যাংকে প্রচুর পরিমান টাকা চুরি-ডাকাতি ও লুটপাট হয়েছে। এই চোরদের সমর্থন করে এ বাজেট দেওয়া হয়েছে। প্রস্তাবিত এ বাজেটে মুদ্রাস্ফীতি ও করের বোঝা বাড়ানো হয়েছে। এ বাজেট কোনোদিন বাস্তবায়িত হবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৃহস্পতিবার এক আলোচনা সভায় বলেন, এ বাজেটে সাধারণ মানুষের কোনো রকম অধিকার থাতবে না বা জনকল্যাণও হবে না।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার একই আরোচনা সভায় বলেন, এই ভোটারবিহীন সরকার, যাদের কোনো জনসমর্থন নেই তাদের বাজেটে আবার কিসের প্রতিক্রিয়া? ২০১৬-২০১৭ সালের জাতীয় বাজেটকে মিথ্যা, চুরি, চোর ও দুর্নীতির বাজেট বলে আখ্যায়িত করেন তিনি।