জাহিদ হাসান : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি নির্বাচনের জন্য সব সময় তৈরি থাকে। সব সময় নির্বাচন করার জন্য বিএনপি একটি প্রস্তুত সংগঠন। তবে সেটি অবশ্যই নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে হতে হবে।’
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা প্রথমবারের মতো একসঙ্গে এই বৈঠকে অংশ নেন।
বর্তমান সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সামনের দিনের করণীয় সম্পর্কে বৈঠকে আলাপ হয় বলে জানান বিএনপির মহাসচিব। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সরকার আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করবার জন্যই আজকে বিরোধী দলকে নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলোকে ভেঙে দিয়ে, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে একটি স্বৈরতান্ত্রিক অবস্থা তৈরি করেছে। সেখান থেকে বের করে আনার জন্য বিএনপির যে অগ্রণী ভূমিকা তা পালন করার জন্য বিএনপি যে নেতৃত্ব দেবে সেভাবে একটি সংগঠনকে গড়ে তোলার শপথ এখানে নেওয়া হয়েছে।’