ছাতক সংবাদদাতা : ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে জয়নাল মিয়া নামের এক সিডি বিক্রেতাকে কারাদন্ড প্রদান ও বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠানের কাছ থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন গলিতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান। শহরের ভিডিও-সিডি বিক্রেতা জয়নাল মিয়াকে দেড় মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অশ্লীল সিডি সংরক্ষন ও বিপনন করার অপরাধে তাকে এ দন্ডাদেশ দেয়া হয়। ফুটপাত দখল করে ব্যবসা ও পথচারীদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সায়েম আহমদের কাছ থেকে দু’ হাজার ও একই অপরাধে মাহবুবুর রহমানের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ পন্থায় স্পীরিড বিক্রির অপরাধে শহরের পশ্চিম বাজারের ব্যবসায়ি মানিক মিয়ার কাছ থেকে দু’ হাজার, সুশীল দেবনাথের কাছ থেকে দু’ হাজার ও প্রনয় আচার্যের কাছ থেকে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অনাদায়ে প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান জানান, এ অভিযান অব্যাহত থাকবে।