বিনোদন ডেস্ক : বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে ক্রিকেটার বিরাট কোহলির প্রেমকাহিনী তো সবারই জানা। কিছুদিন আগেই শোনা গিয়েছিল তাদের প্রেমের সম্পর্কে ভাঙনের ঢেউ লেগেছে। তবে সবকিছু মিথ্যা প্রমাণ করে দিয়ে আবারো প্রেমের বাঁধনে জড়িয়েছেন দুই ভুবনের এই দুই তারকা।
গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইয়ে হাজির হয়েছিলেন বিরাট। অন্যদিকে রাতে সুলতান সিনেমার শুটিংয়ের কাজে বুদাপেস্ট যেতে হয় আনুশকাকে। তাই প্রেমিকাকে বিদায় জানাতে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত হন বিরাট। সেখানে চুমুর মাধ্যমে প্রেমিকাকে বিদায় জানান বিরাট। এ নিয়ে ফের আলোচনা তৈরি হয়েছে বিরাট-আনুশকার সম্পর্ক নিয়ে।এর আগে শোনা গিয়েছিল, সুলতান সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে বিরাট এবং আনুশকার মধ্যে মনোমালিন্য হয়। সিনেমার শুটিংয়ের জন্য বিরাটকে খুব একটা সময় দিতে পারছিলেন না আনুশকা।
কিন্তু সব মিথ্যা প্রমাণ করে আবারও এক হলেন এ জুটি। এই আলোচিত প্রেমকাহিনী এখন নতুন মোড় নিয়েছে।-দ্য রিপোর্ট