কায়কোবাদ মিলন : বিজেপি পশ্চিমবঙ্গে শক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে তারা ৫০ হাজার সার্বক্ষণিক কর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ দানের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয় ভারজিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষ বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে আমরা ৫৬ লক্ষ ভোট পেয়েছি। সামনের দিনগুলোতে আমরা আমাদের শক্তি আরও বৃদ্ধি করতে চাই। বিভিন্ন জেলায় স্থানীয় পর্যায় থেকে শীর্ষ পর্যায়ে আমরা লোক নিয়োগ দিতে চাই।
এই সভায় বিজেপি প্রধান অমিত শাহের একটি ভিডিও প্রদর্শিত হয়। অমিত শাহও দলের শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
সভায় লোকসভা নির্বাচনে ভাল ফলাফলের উপরও গুরুত্ব আরোপ করা হয়। দিলীপ ঘোষ তৃণমূল কতৃক বিজেপির উপর অব্যাহত হামলার তীব্র সমালোচনা করেন ।