ডেস্ক রিপোর্ট : বাঁশখালীতে নির্বাচন কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অবিলম্বে সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের গ্রেফতার দাবি করেছে বিএনপি।
শুক্রবার সকালে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নগরীর চট্টেশ্বরী রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী মনিটরিং সেলের প্রধান মীর মোহাম্মদ নাছির উদ্দিন এই দাবি জানান।
তিনি বলেন, নির্বাচন স্থগিত করা কোনও সমাধান নয়। অবিলম্বে বাঁশখালীর সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করতে হবে। না হলে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
একজন নির্বাচন কর্মকর্তা আক্রান্ত হওয়ার পরও কমিশন তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন,নির্বাচন কমিশনের উচিৎ ছিল ওইদিনই এমপিকে গ্রেফতার করা। এই কমিশন চরম বেহায়া ও অর্থব। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে জানিয়ে নাসির বলেন, সাতকানিয়া উপজেলায় বিনা ভোটের এমপি তার নিজের ভাতিজার নৌকা প্রতীকের একতরফা নির্বাচনের জন্য থানার ওসিকে দিয়ে বিএনপি প্রার্থীকে হুমকি দিয়েছে।
পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে বিএনপি প্রার্থীর উপর হামলাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কুসুমপুরা ইউনিয়নে একই কায়দায় বিএনপি প্রার্থীর মনসা চৌমুহনী কার্যালয় ভাঙা হয়েছে। স্থানীয় শীর্ষ সন্ত্রাসী লিটন বড়ুয়া প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে। হাবলাইশ দ্বীপ ইউনিয়নে স্থানীয় এমপির ছেলেও প্রকাশ্যে হুমকি দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাট্রিবিউন