সারীফা রিমু: রমজানে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে টিসিবির পণ্যবিক্রি শুরু হলেও এখনও অনেক জেলাতেই কোনো কার্যক্রম নেই। নাটোর, সিরাজগঞ্জসহ উত্তরের কয়েকটি জেলায় টিসিবির পণ্য উত্তোলনের জন্য ডিলারই খোঁজে পাওয়া যাচ্ছে না।
রোজার মধ্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে টিসিবি খোলা বাজারে জরুরি কয়েকটি ভোগ্যপণ্য বিক্রির ঘোষণা দিলেও অনেক জায়গায় তা শুরু করতে পারেনি রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানটি। রোজার অন্ত্যত দুই সপ্তাহ আগে ছোলা, ডাল, চিনি, সয়াবিন তেলসহ পাঁচটি নিত্যপণ্য বিক্রির কথা ছিলো ।
কিন্তু সিরাজগঞ্জে গেলো কয়েক বছরের মতো এবারও সে সুবিধা থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ।
লোকশানের অযুহাতে বিক্রয় শর্ত বাতিলের চিঠি দিয়েছে এ জেলার ডিলাররা। শেষ মুহূর্তে অবস্থা সামাল দিতে তড়িগড়ি ব্যবস্থা নিতে হচ্ছে জেলা প্রশাসনকে।
কুষ্টিয়ার ডিলারদের অভিযোগ টিসিবির কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ আর মানহীন পণ্য নিয়ে লোকশানে পড়েছেন তারা। তাই ডিলার থাকলেও ভ্রাম্যমান আদালতের হয়রানির ভয়ে পণ্য বিক্রি করতে পারছে না তারা। প্রায় একই অভিযোগ নাটোরের ডিলারদেরও।
শহরে টিসিবির কার্যক্রম চলছে এমন দাবি করলেও নির্ধারিত স্থান আর পণ্যের বিবরণ জানাতে পারছে না নাটোরের জেলাপ্রশাসন। আর এই অরাজকতার সুযোগে বাজার অস্থিতিশীল করে তুলেছে অসাধু বিক্রেতারা।
আর এমন অবস্থায় রমজানের আগেই টিসিবির কার্যক্রম চালু আর বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে ক্রেতা ভোক্তরা।
যমুনা নিউজ