মাহবুব মনি, ডেমরা : ডেমরায় ইয়াবা ও বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো- ডেমরার পশ্চিম বক্সনগরের সেলিম মাদবরের ছেলে রাজু (৩০) ও সারুলিয়া গরুরর হাট এলাকার নূর মোহাম্মদের ছেলে জহির (৩৫)।
শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গরুর হাট এলাকা থেকে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।