অরিজিৎ দাস চৌধুরি: মালাবারে ভারত আমেরিকা এবং জাপানের সেনা মধ্যে প্রস্তুতির খবর চীনকে চিন্তুার মধ্যে ফেলেইছে। অন্যদিকে আবার ভারতের ভিয়েতমানকে ব্রাম্ভস বিমান বেচা চীনকে আরও রাগিয়ে দিচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়া সুরক্ষা সূত্র থেকে খবর দিয়েছে যে যখন ভারতের সুরক্ষা মন্ত্রী ৫ এবং ৬ জুন ভিয়েতনাম সফরে থাকবেন সেই সময় ভারত এবং রাশিয়ার যৌথ উদ্দোগে তৈরি ব্রাম্ভস সুপারসনিক মিসাইল বিক্রি করারও কথা হবে।
শব্দের থেকেও তিন গুন জ্বোরে যাওয়া এই বিমান কেনার জন্য ভিয়েতনাম অনেক বছর আগে থেকে কথা বলছিল। কিন্তু এই মিসাইল অন্য কোনো তৃতীয় দেশকে বিক্রি করার জন্য রাশিয়ার অনুমতির দরকার।
দক্ষিন এশিয়াতে চীনকে আটকানোর জন্য ভারত ভিয়েততনামের সঙ্গে নিজস্ব সেনা সহযোগ বাড়াচ্ছে। এরসঙ্গে বিতর্কিত দক্ষিন চীন সাগরে তেলের খোঁজের চেষ্টাও চালাচ্ছে ভারত-ভিয়েতনাম যৌথভাবে।
সুরক্ষামন্ত্রী সিঙ্গাপুর যাত্রার পর ভিয়েতনাম যাত্রা করবেন।