সারীফা রিমু: ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রি শান্তা নাজনীন । সম্প্রতি নির্মাতা মোক্তাদির ইবনে ছালাম এর পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। তারপরই উড়াল দেয় নেপাল। আর সেখানেও তিনি ব্যস্ত ছিলেন স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘ অনুভূতির বাস’’নিয়ে। এমটিই জানালেন শান্তা নাজনীন।
বাংলাদেশ ও নেপালের অভিনেতা অভিনেত্রীদের সমন্বয়ে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়তি হয়েছে স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘ অনুভূতির বাস’’
খান এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রে অন্যান্যদের মধ্যে অভিনয় করেন অভিনেতা উজ্জল খান, শহিদুল ইসলাম (বাংলাদেশ) থামান চ্যাটারী, সন্তোষ বানাজী, রুণতা বাদুরী, সুশীল ( নেপাল) প্রমুখ।
উল্লেখ্য, কান্তা নাজনীন অভিনীত ‘ আপন আলো’ ধারাবাহিক নাটকটি কিছুদিনের মধ্যেই একটি বেসরকারী টেলিভিশনে প্রচারে অপেক্ষায় রয়েছে।