তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা :কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের সরকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার, ৩ পুলিশ সদস্যসহ আহত হয়েছে হয়েছেন৭ জন।
পুলিশ জানায়, ভোট গ্রহণের শেষ পর্যায়ে সরকাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বুথ থেকে ব্যালট ছিনতাই এর চেষ্টা চালায় এক চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা। এসময় তাদের মধ্যে সংঘর্ষ বাঁধলে কেন্দ্রের ভেতরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। ককটেলের আঘাতে কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম, এসআই তপন, এএসআই দেলোয়ার, কনস্টেবল সেলিমসহ অন্তত ৭ জন আহত হয়।
আহত পুলিশ সদস্যদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
অপরদিকে কুমিল্লার নাঙ্গলকোটে হেঁসাখাল ইউনিয়নে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৫ জন।