আমির পারভেজ : ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার তারমিয়া চেকপয়েন্টে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ ও মেডিকেল সূত্র। বাগদাদের উত্তরের শহর তারমিয়াতে এ হামলা হয়।
ইরাক ও সিরিয়াভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি বলে পরিচিত ফালুজায় ইরাকের সরকারি বাহিনীর অভিযান শুরুর পর এ হামলার ঘটনা ঘটলো। ২৩ মে ইরাকি বাহিনী ফালুজা অভিযান শুরু করার পর থেকে বাগদাদে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে।
আইএসের কাছে থেকে আনবার প্রদেশের ফালুজা শহরের পুর্ননিয়ন্ত্রণ নিতে গিয়ে গত সপ্তাহ পর্যন্ত ১৩০ জন ইরাকি সেনা প্রাণ হারিয়েছেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই অভিযানে রয়েছেন ইরাকের সেনাবাহিনী ও শিয়া ইউনিট। এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা। তারপরও শহরের কেন্দ্রের কাছাকাছিও আসতে পারেনি তারা।
ফালুজা অভিযানের সার্বিক দায়িত্বে নিয়োজিত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আব্দেলওহাব আল সাদি। তিনি আলজাজিরাকে জানিয়েছেন, সামনে এগিয়ে যাওয়ার গতি কমিয়েছে ইরাকি বাহিনী। তারা এখনও ফালুজার প্রত্যন্ত অঞ্চলেই আছেন। তারপরও ‘আমরা নাইমিহা জেলায় আছি এবং এখান থেকে অভিযান পরিচালিত হচ্ছে। ফালুজার দিকে এগিয়ে যেতেও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’
এদিকে ইরাকি কর্তৃপক্ষের অভিযোগ, জীবন বাঁচাতে ফালুজার বাসিন্দাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস। যা ইরাকি বাহিনীর অভিযানকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি মনে করেন, যদি বেমাসরিক মানুষের জীবন নিয়ে না ভাবা হতো, তাহলে এই অভিযান এতো কঠিন হতো না। এক টেলিভিশন ভাষণে তিনি জানিয়েছেন, বেসামরিক মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন তারা।
সূত্র: রয়টার্স।