রফিক আহমেদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, আজকে দেশে সংখ্যালঘু নয়, কোনো ধর্মের লোকই নিরাপদ নয়।
শনিবার বিকেলে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অতীশ দীপংকরের ৩৮তম পবিত্র দেহভস্ম প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মাহবুবুর রহমান বলেন, বিদেশী নাগরিকসহ এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার দায় স্বীকার করেছে আইএস নামক সংগঠনঠ। কিন্তু সরকার আইএস নেই বলে বারবার যেই দায়িত্বহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। আইএস যদি না থাকে তাহলে সেটা জনসমক্ষে প্রমাণের আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সময় থাকতে জঙ্গিবাদ মোকাবিলায় আমাদের সশস্ত্র হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বেহায়া মেরুদ-হীন নির্বাচন কমিশন ইউপি নির্বাচন দিয়ে রক্তের যে হোলি খেলা শুরু করেছে তা ভবিষ্যতে নির্বাচনের জন্য মানুষের যে আস্থা সেটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। তিনি অবিলম্বে অযোগ্য নির্বাচন কমিশনারকে পদত্যাগ করার আহ্বান জানান এবং আগামীদিনে বাংলাদেশ এবং চীনের দীর্ঘদিনের যে সম্পর্ক তাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি অতীশ দীপঙ্করের ৩৮তম পবিত্র দেহভস্ম প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন।