এম রবিউল্লাহ: ভারতের হরিয়ানার জাঠ সম্প্রদায় নতুন করে আন্দোলন শুরু করেছে রোববার থেকে। পূর্বের ন্যায় সহিংসতা যাতে না হয় তাই এই আন্দোলনকে ঘিরে রাজ্য সরকার সর্বোচ্চ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বাতিল করা হয়েছে রাজ্যের সব ধরনের কর্মকর্তাদের ছুটি। সহিংসতা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। খবর টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজের।
হরিয়ানায় দীর্ঘ ৫ দশক ধরে সহিংসতা দেখা যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসেও এই সস্প্রদায়ের সংরক্ষণের দাবিতে সহিংসতায় ৩০ জন নিহত হয়েছিল। আরো ৩২০ জন আহত হয়েছিল। এছাড়া কোটি টাকার সম্পত্তি বিনষ্ট হয়েছিল জাঠদের আন্দোলনে। ১০ দিন ধরে রাজ্যটি স্থবির হয়ে ছিল।
হরিয়ানার পুলিশের এডিশনাল ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আকিল বলেন, হরিয়ানা পুলিশ কর্মকর্তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। রাজ্যে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে সার্বক্ষণিক ধারাবাহিকভাবে প্রহরা দিচ্ছে নিরাপত্তাকর্মীরা। আন্দোলন প্রতিরোধ ও দাঙ্গা মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে পুলিশ।
তিনি আরো বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৫৫ কোম্পানির আধা সামরিক বাহিনী। বিশেষ নজর দেওয়া হচ্ছে ঝাজ্জর ও মুর্থাল এলাকায়। এখানেই এর আগে সহিংসতা ছড়িয়ে পড়েছিল।
হরিয়ানা সরকারে পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার সঙ্গে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। কেন্দ্রীয় সরকারের কাছে আরও বাহিনী চেয়ে আবেদন জানানো হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে সংরক্ষণের দাবিতে জাঠ সম্প্রদায়ের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল হরিয়ানা রাজ্য। আন্দোলনের ১০ দিন জাতীয় সড়ক ও রেল অবরুদ্ধ হয়ে পড়েছিল। পূর্বের ঘটনা যাতে পুর্নব্যক্ত না হয় রাজ্য সরকার তারই ফলশ্রুতিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
সোনিপথে মোতায়েন করা হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক আধাসেনা। সড়ক ও রেলপথ আন্দোলনকারীদের অবরোধের আওতামুক্ত রাখার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ঝুঁকিপূর্ণ ৭ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।