রফিক আহমেদ : ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস বাস্তবায়নে ৬ দফা দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরা অবস্থান ধর্মঘট পালন করেছে।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত প্রায় দু’শতাধিক শিক্ষক-শিক্ষিকারা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষক নেতারা অবস্থান ধর্মঘটে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাও পরিবারকে মাসিক পেনশন প্রদান, এলপিআর প্রদান, বকেয়া বেতন ভাতাদি প্রদান, প্রত্যেক পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান, পোষ্য কোঠা প্রাদান, চাকরি জীবনে না পাওয়া সুবিধা: টাইমস্কেল, ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি প্রদানসহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য শেখ হাসিনাকে অনুরোধ জানান।
শিক্ষক নেতারা বলেন, প্রধানমন্ত্রীর যথাযথ পদক্ষেপের কারণে দেশ আজ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আইনি জটিলতায় পেনশনসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা বলেন, প্রধানমন্ত্রী হস্ক্ষেপে আইনি জটিলতা দূর করে উল্লেখিত সুবিধা প্রদান করার আহ্বান জানান।
এ সময় অনশন কর্মসূচি চলাকালীন সভায় বক্তব্য দেন-শিক্ষক নেতা মো. রেয়াজ উদ্দিন, মো. আলতাফ হোসেন, মো. হযরত আলী, শ্রী মুহিত চন্দ্র রায়, শ্রী প্রফুল্ল বালা, মো. আব্দুল গনি, মো. সেলিম ইসলাম ও মো. আব্দুল জব্বারসহ অনেকে।