রিকু আমির : আমি যখন টেলিযোগাযোগ মন্ত্রী ছিলাম, তখন গ্রামীণ ফোনকে লাইসেন্স দিয়েছিলাম। গ্রামীণ ফোন আমাকে একটি মোবাইল দিয়েছিল, ফ্রি অব কস্ট।
রোববার রাতে হোটেল রেডিসনে নরওয়ে ভিত্তিক টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান টেলিনর ও গ্রামীণ ফোন আয়োজিত একটি অনুষ্ঠানে কৌতুক করে তিনি এসব বলেছেন।
ফ্রি অব কস্ট বলার পর মন্ত্রী তার কালো মুজিব কোটের বাম পকেট থেকে কালো রঙের মোবাইল হ্যান্ড সেটটি বের করে দেখান। এসময় অনুষ্ঠানস্থল জুড়ে কড়তালির শব্দ ও হাসিতে মুখর হয়ে উঠে। স্বাস্থ্যমন্ত্রী নিজেও মুচকি হেসে দেন।