মুরাদ হাসান : ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ শ্লোগানে ঢাকার শ্যামপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০১৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (সোমবার) ৬ মে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উন্নয়ন সংস্থা সিপ (সোস্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম) পরিচালিত ‘উদ্যোগ’ প্রকল্প দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
এসব কর্মসূচির মধ্যে ছিলো শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘শিশুদের ভাবনায় নগর দুর্যোগ’ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও নাটিকা প্রদর্শনী।
সোমবার সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান সাইজুল র্যালি ও বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
র্যালিটি ঢাকা ম্যাচ কলোনীর গেট থেকে শুরু হয়ে স্থানীয় বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিপ-এর পরিচালক (মনিটরিং ও ইভালুয়েশান) মো. জাহিদ হোসেন, দাতা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তা (হেড-স্পনসরশিপ কমিউনিকেশন) নোভা শামস্, এসপিসি বিথী নন্দি, শ্যামপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাপলা খানম, সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হাবিব প্রমুখ। এ সময় বিভিন্ন পেশার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে শ্যামপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাপলা খানম পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সকল নাগরিককে সমন্বিতভাবে এগিয়ে আসার আহবান জানান। এসময় তিনি পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন ।
আলোচনা সভায় বক্তারা বলেন-পরিবেশ বাঁচলেই মানুষ ও প্রাণিকূল বাঁচবে। তাই পরিবেশকে রক্ষার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে।
পরে প্রধান অতিথি শফিকুর রহমান সাইজুল বিশেষ অতিথিদের নিয়ে বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।