উম্মুল ওয়ারা সুইটি : রোজায় প্রতিদিন ৭ ঘণ্টা (বিকাল ৩টা থেকে রাত ১০টা) সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। বর্তমানে সিএনজি স্টেশন বন্ধ থাকে বিকাল ৫টা থেকে রাত ৯টা এই চার ঘণ্টা। গতকাল সোমবার বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী জানান, বিদ্যুতের উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহ বাড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে, সিএনজি ফিলিং স্টেশন সাত ঘণ্টা বন্ধ থাকলেও রোজায় বাসাবাড়িতে গ্যাস সংকট থাকবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে কিছুটা সংকট হতে পারে। তিনি বলেন, গত বছরের চেয়ে এ বছর বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে। শতভাগ লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম