এ কে শান্তনূ : ঝিনাইদহের সোনাখালি গ্রামের নলডাঙ্গা মন্দিরের পুরোহিত গোপাল গাঙ্গুলিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
প্রতিদিনের মত আনন্দ গোপাল গাঙ্গুলি সাইকেল চালিয়ে মন্দিরে যাচ্ছিলেন। এসময় তিনজন মোটরসাইকেল আরোহী মহিষাডাঙ্গা এলাকায় তার গতি রোধ করে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। ঘটনা স্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে গলা কেঁটে হত্যা করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার গোপিনাথ কান্তি লাল এ ঘটনার সন্দেহ প্রকাশ করে বলেন, কোন জঙ্গি গোষ্ঠি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এর আগে গতকাল, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে মামা ও ভাগ্নের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাগ্নের হাতে খুন হয়েছেন সাবেক ইউপি সদস্য আলফাজ উদ্দিন (৫০)। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে। নিহত আলফাজ ওই গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে।
হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, জেলার হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে মামা আলফাজ উদ্দিন ও ভাগ্নে হাবিবুর রহমানের মধ্যে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে উভয়ের মধ্যে দুপুরে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আলফাজ উদ্দিনসহ ৫ জন আহত হয়। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আলফাজ উদ্দিনকে মৃত ঘেষণা করে।