সিলেটের সকাল : ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে উপবাসসহ অন্যান্য বিধি পালনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে প্রথম রোজা। সারাদেশের ধর্মপ্রাণ মানুষের সাথে সিলেটের কোটি কোটি নারী-পুরুষ, কিশোর-কিশোরী রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন। ইফতারে দেশ, দশ ও জাতির কল্যা্ণ ও সমৃদ্ধি কামানায় মোনাজাত করেছেন।
সিলেটে প্রথম দিনের ইফতার হয়েছে সন্ধ্যে ৬টা ৩৩ মিনিটে। সাইরেনের আওয়াজ আর আজানের সুরে রোজা সম্পন্ন করেছেন মুমিনরা। এসময় সবার মধ্যে এক পবিত্র অাবহের সৃষ্টি হয়। বাসা-বাড়ি, মসজিদে ইফতার সম্পন্ন করেন রোজাদাররা। অনেকে আবার রেস্টুরেন্টসহ বিভিন্ন আয়োজনেও শরিক হন ইফতারে।
প্রথম রোজা হিসেবে সিলেট নগরীর রেস্টুরেন্ট ও মৌসুমি ইফতারের দোকানগুলোতেও ছিলো উপচে পড়া। ব্যবসায়ীরাও অখন্ড ব্যস্ততায় বিক্রি করেছেন ইফতার সামগ্রি।