শমী কায়সার : ৯৫ সালে আমি সুবর্ণা আপাকে ছাড়িয়ে জরিপে প্রথম হলাম। তিনজনের নাম ছিলÑ আমি, টিভি থেকে আর ফিল্ম থেকে ছিল সালমান শাহ্ ও মৌসুমী। আমার এখনও মনে আছে ’৯৫-এর সেরা তারকাÑসালমান, শমী, মৌসুমী। সে বছরই আবার মেরিলÑ যায়যায়দিন পুরস্কার পেলাম। ’৯৬-তে হুমায়ূন আহমেদের নাটক ‘নক্ষত্রের রাত’ শেষ হলো। আর এ সময়ই আরও কিছু ভালো নাটক যোগ হলো আমার ক্যারিয়ারের ঝুলিতে। এরপর মাস্টার্স। ’৯৬-এ যখন ‘নক্ষত্রের রাত’ শুটিং করছি তখন বন্ধুরা সবাই সেটে এলো। এসে বলল, তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস। মনে আছে, হুমায়ূন আহমেদ স্যার সেখানে বিশাল বড় কেক নিয়ে এসেছিলেন। সবাই মিলে কেক খেলাম। মাকে জানালাম। সবাই খুব খুশি হলো, আমার রেজাল্ট ভালো হয়েছে। আমি ফার্স্ট ক্লাস পেয়েছি।
’৯৭ সালে একদিন রাইসুল ইসলাম আসাদ আমাকে বললেন, অনুপ সিং নামে একজন আছেন যিনি ঢাকা থিয়েটারে তোমার অভিনয় দেখেছেন। সেলিম আল দীনের ‘হাত-হদাই’ দেখে তোমাকে পছন্দ করেছেন। এখন তোমার সঙ্গে দেখা করে একটু কথা বলতে চান। শুনে আমি দারুণ রোমাঞ্চিত হলামÑ আরে! ইন্ডিয়া থেকে ডাক এলো! তারপর উনি এলেন, দেখা হলো। আমাকে বললেন, তিনি ঋত্বিক ঘটকের ওপর কাজ করতে চান। ঋত্বিক ঘটকের জীবন, কর্ম এবং বিভিন্ন কর্মে নারীদের অবস্থান নিয়ে একটা ফিল্ম করবেন। ছবির নাম ‘নেইম অব দ্যা রিভার’।
লেখক : সাংস্কৃতিক ব্যক্তিত্ব
সম্পাদনা : জব্বার হোসেন