আমিন ইকবাল : রোজারাখা অবস্থায় ভুল করে কাউকে খেতে দেখলে আপনি কী করবেন?
তার রোজার কথা মনে করিয়ে দেবেন? নাকি কিছু বলা থেকে বিরত থাকবেন? এর উত্তরে ইসলামের সমাধান হলোÑ সেই ব্যক্তি যদি বয়স্ক, দুর্বল বা অসুস্থ হয়Ñ যার জন্য রোজা রাখা কষ্টকরÑ সেক্ষেত্রে তাকে মনে না করিয়ে দেয়াই ভালো। তিনি খেয়ে দেয়ে প্রশান্ত হওয়ার পর বললেই হবে যে, ‘আপনি আজ রোজা রেখেছেন!’
কিন্তু সে ব্যক্তি যদি সুস্থ, সবল, যুবক বয়সী হয়Ñ যার জন্য রোজা রাখা কোনো কষ্টকর নাÑ সেক্ষেত্রে তাকে মনে করিয়ে দেবেন যে, ‘আপনি আজ রোজা রেখেছেন, খাবেন না।’ এটি করা আপনার দায়িত্ব।