দেশের বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি পদে জাতীয় সংসদ সদস্যগণদের (এমপি) না রাখা ও বিশেষ কমিটি বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে স্থগিত করেনি আপিল বিভাগ। বুধবার আপিল বিভাগের চেম্বার আদালত এ সংক্রান্ত মামলাটি শুনানির জন্য পুর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছে।
আগামী ১২ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। গত ১ জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্কুল কলেজের বিশেষ কমিটি ও গভর্নিং বডিতে এমপিদের নিয়োগ সংক্রান্ত— প্র-বিধানমালার ৫(২) ধারা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এই রায়ের ফলে বেসরকারি স্কুল কলেজের গভর্নিং বডিকে এমপিরা থাকার যোগ্যতা হারান। একই সঙ্গে বিশেষ কমিটির যে বিধান ছিল তা বাতিল হয়ে যায়।
এ কারণে হাইকোর্ট ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের জন্য গঠিত বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। এর ফলে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপির নেতৃত্বাধীন কমিটিও বাতিল হয়ে যায়।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ভিকারুন নিসা নুন কলেজের বিশেষ কমিটির সভাপতি রাশেদ খান মেনন ও কলেজের অধ্যক্ষ। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটকারীর পক্ষে অ্যাডভোকেট ইউনূস আলি আকন্দ শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেন হায়দার হাইকোর্টের রায়ের উপর কোনো স্থগিতাদেশ দেননি।