অনির্বাণ বড়ুয়া : চিড়িয়াখানার খাঁচার মধ্যে বানর দেখেছেন নিশ্চই। বিভিন্নভাবে লাফিয়ে আপনাকে বিনোদিত করছে যে প্রাণিটি সেটিই যখন খাঁচার বাইরে আসবে তখন সে কী করতে পারে?
কেনিয়ার একটি বানর পুরো দেশের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে। একেবারে ব্ল্যাকআউট যাকে বলে। গতকাল মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। দেশটির গিতারু হাইড্রো-ইলেক্ট্রিক পাওয়ার স্টেশনে একটি বানর ঢুকে গেলে বৈদ্যুতিক গোলযোগের সৃষ্টি হয়। ব্ল্যাকআউটে চলে যায় পুরো দেশ। কারণ ওই পাওয়ার স্টেশনটি থেকেই দেশটির মোট বিদ্যুতের ৮০ শতাংশ সরবরাহ করা হয়। বানরটি ঠিক কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে সেটি জানা সম্ভব হয়নি।
‘কেনজেন’, যারা এই পাওয়ার স্টেশনটি মালিক তারা জানিয়েছে বানরটিকে ধরা হয়েছে এবং বৈদ্যুতিক সংযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
আশ্চর্জজনকভাবে দেশের ৮০ শতাংশ বিদ্যুৎ বন্ধ করে দিয়ে বানরটি সফলভাবে বেঁচে ছিল। তাকে কেনিয়ার বন্য প্রাণি কল্যাণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে পুনর্বাসনের জন্য।
কেনিয়ার বানরীয় বিদ্যুৎ বিভ্রাট ঘটানোর সুবাধে অনেক তথ্যই সামনে এসেছে। সিএনএনের প্রতিবেদনে দেশটির সাড়ে চার কোটি মানুষের মধ্যে মাত্র ২৩ শতাংশ মানুষই শুধু বিদ্যুতের সুবিধা পায়। বাকীরা বিদ্যুৎ ছাড়াই দিনাতিপাত করছে। বানরটি কী সেটিরই প্রতিবাদ করতে গিয়েছিলো? এটি একটি রহস্য বটে।