স্পোর্টস ডেস্ক : চলছে পবিত্র রমজান মাস। আর রমজান মাসের শুরুতে পাকিস্তানের নাগরিকদের এক ভিডিওবার্তায় সালাম দিয়ে চমকে দিয়েছেন বিরাট কোহলি। এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিডিওটা করেছেন ওয়াসিম আকরামকে শ্রদ্ধা জানিয়ে।
সম্প্রতি ৫০ বছর পূর্ণ করেছেন আকরাম। সর্বকালের সেরা বাঁহাতি পেসারের সম্মানে একটি নতুন সুগন্ধি বাজারে এনেছে জে. ফ্রেগরেন্সেস নামে একটি প্রতিষ্ঠান। সুগন্ধিটার নাম রাখা হয়েছে ‘৪১৪’। টেস্ট ক্রিকেটে আকরামের ৪১৪টি উইকেটকে সম্মান জানিয়েই এমন নাম রাখা হয়েছে।
‘সুইংয়ের সুলতান’-এর জীবনের ৫০ বছর পূর্তিকে স্বাগত জানিয়ে কোহলি ছাড়াও ভিডিওর মাধ্যমে বক্তব্য দিয়েছেন ইমরান খান, শচীন টেন্ডুলকার, শহীদ আফ্রিদি আর জ্যাক ক্যালিস। কোহলি তাঁর বক্তব্যের শুরুতে বলেছেন, ‘পাকিস্তানের প্রত্যেককে আসসালামু আলাইকুম। এই দুর্দান্ত ইভেন্টে অংশ নেওয়া আমার জন্য দারুণ আন›“ায়ক ঘটনা। এই অবিশ্বাস্য ক্রিকেটার সম্পর্কে আমি কী আর বলতে পারি! ওয়াসিম আকরাম একজন কিংবদন্তি, একজন স্বপ্নের ক্রিকেটার। সুইং বোলিং হোক বা সিম বোলিং, তিনি সর্বকালের সেরা বোলার।’
এরপর সুগন্ধিটার সাফল্য কামনা করে ভারতের ব্যাটিং তারকা বলেছেন, ‘৪১৪ নামের সুগন্ধির উদ্বোধনের কথা শুনে আমি উচ্ছ্বসিত। এ ব্যাপারে আমার মনোভাব খুবই ইতিবাচক। আমি নিশ্চিত, এটার জাদুকরি সুগন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়বে।’