সালমা পারভীন : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের সন্দেহভাজন ১১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এরপর সকাল ১০ টায় সংবাদ সম্মেলন করে ডিএমপি কমিশনার জানান, প্রশ্নপত্র ফাঁসের দুটি চক্র ডিজিটাল ও এনালগ দুই পদ্ধতিতেই দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের প্রতারণা করে আসছিল। এই চক্রের সঙ্গে বিজি প্রেসের এক কর্মচারীও জড়িত, যাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এছাড়া বাংলাদেশি একটি কোম্পানির মেইল আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নাইজেরিয়ান ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
চ্যানেল ২৪ থেকে নেয়া