আমির পারভেজ : গাড়িতে চাপিয়ে মোদিকে নৈশভোজের জন্য রেস্তোরাঁয় নিয়ে গেলেন মেক্সিকোর প্রেসিডেন্ট।
পাঁচ দেশীয় সফরের শেষ পর্যায়ে বৃহস্পতিবার মেক্সিকোয় পৌঁছে বিপুল সম্বর্ধনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে নিজের গাড়িতে চাপিয়ে রেস্তোরাঁয় নৈশভোজের জন্য নিয়ে গেলেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। টুইটারে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপত্র বিকাশ স্বরূপ। তিনি দুই রাষ্ট্রনেতার ছবিও শেয়ার করেছেন।
ওই ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির চালকের আসনে বসে মেক্সিকোর প্রেসিডেন্ট। তাঁর পাশে ভারতের প্রধানমন্ত্রী। কুইন্টোনিল নামে একটি রেস্তোরাঁয় নিরামিষ খাবার খান তাঁরা। নৈশভোজের টেবিলে বসেও মোদি ও নিয়েতো কথা বলেন। এই ছবিও শেয়ার করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র।
সূত্র : এনডিটিভি।