আরিফুর রহমান : রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যখন বৈঠক করছেন তখন বাংলাদেশে একজন হিন্দু পুরোহিততে হত্যা করার বিষয়টির একটা আলাদা তাৎপর্য অবশ্যই আছে। বুধবার রাতে এটিএন নিউজে নিউজ আওয়ার এক্সট্রায় সুভাষ সিংহ এমন মন্তব্য করে বলেন, কলকাতা থেকে একটি টেলিভিশন আমার কাছে সাক্ষাতকার নেয়ার সময় ঠিক এই প্রসঙ্গটি উত্থাপন করেছে। তিনি বলেন, নিশ্চয়ই বারাক ওবামা ও নরেন্দ্র মোদি যখন বৈঠক করেন তখন আভ্যন্তরীণ রাজনীতি এবং দেশের ও দেশের বাইরের রাজনীতি নিয়ে কথা উঠবেই। ১০ মিনিট কথা হলেও কিছু না কিছু কথা উঠবেই। আপনার কাছে কি মনে হয় এই বৈঠকে যাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এই জন্য হত্যাকা-গুলো ঘটানো হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে সেভাবে চিন্তা করিনি কিন্তু কলকাতার গণমাধ্যম কর্মীরা এটা নিয়ে আমাকে প্রশ্ন করেছে।
সুভাষ সিংহ রায় আরও বলেন, প্রকৃত জঙ্গিদের বাঁচাতে একটা গোষ্ঠীতো কাজ করছেই। এ ব্যাপারে আমার কোন সন্দেহের অবকাশ নেই। আমাদের বিশ্বাস যাই থাকুক না কেন এই কথাটা মানতে বাধ্য যে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য এই চক্রটি কাজ করছে। এই চক্রের সাথে আন্তর্জাতিক চক্রের একটা যোগসূত্র নিশ্চয়ই আছে। এ ব্যাপারে আমার কোন দ্বিধা নেই। কিন্তু এদের মোকাবেলা করবার যে বিষয়টা, এখানে একাট ঘাটতি আছে। সর্বশেষ ব্যাংককে যখন বোমা হামলা হল তখন ১৩ জন বিদেশি হত্যাকা-ের শিকার হয়েছিল এবং অনেকে আহত হয়েছিল। সেখানকার মূল ধারার যে গণমাধ্যম তারা খুব বেশি হৈচৈ করে নাই। একটা ঘটনা হলে আমাদের এখানে যেভাবে হৈচৈ হয় এবং সব গেল ভাবটা রয়ে যায়।
সুভাষ সিংহ রায় বলেন, আমি সহজভাবে একটা জিনিস বুঝি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কেন ষড়যন্ত্র করা হচ্ছে তার কারণ হল এত কিছু করার পরেও বাংলাদেশ একটা উঁচু জায়গায় চলে গেছে।