ফাইল ছবি
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হচ্ছে আগামী ১২ জুন থেকে। চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। ছুটি চলাকালীন এ সময়ে আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে হল প্রভোস্টদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম এ
তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থী একাডেমিক কোনো কাজের জন্য হলে থাকতে চায় তাহলে সংশ্লিষ্ট হল প্রভোস্টের অনুমতি নিয়ে থাকতে পারবে। সেক্ষেত্রে দৈনন্দিন খাবার নিজেদেরকে ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি।