আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের সাও পাওলো প্রদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলের সংবাদ সংস্থা গ্লোবো জানিয়েছে, মোজি দাস ক্রুজেস ও বার্তিয়োগা শহর দুটিকে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থার বরাতে সিনহুয়া বলছে, দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে বাসটির চালকও রয়েছেন। বাসটি ৪৬ জন যাত্রী বহন করছিল। যাত্রীদের অধিকাংশই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বেরিয়ে উল্টে যাওয়ায় এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।
গ্লোবোর ওয়েবসাইটে দেওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।