সারীফা রিমু: হঠাৎ করেই ছিনতাই বেড়ে গেছে রাজধানীতে। জনমনে তৈরি হয়েছে শঙ্কা। এমন শঙ্কার কথা জানিয়েছেন অনেক সাধারণ মানুষ । পুলিশ বলছেন তারা বেশ তৎপর রয়েছে। তবে ছিনতাই প্রতিরোধে ব্যক্তিকেই সর্তকতা মূলক ব্যবস্থারুপ হতে হবে।
গ্রামের বাড়ি যাওয়া জন্য বৃহস্পতিবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়–য়া দুই ভাই-বোন টিকাতলি এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন । সব কিছু ছিনিয়ে নিয়ে তাদেরকে কুপিয়ে মারাতœক ভাবে আহত করে ছিনতাইকারিরা। ভাইয়ের আঘাত গুরুতর না হলেও শারীরিক ও মানসিক ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ছোট বোন।
বৃহস্পতিবারই এমন ছিনতাইয়ের কবলে পড়ে মোট তিনজন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। সামনের দিন গুলিতে বিশেষ করে ঈদের কেনাকাটা যখন বাড়বে ছিনতাইয়ের আক্রান্তের সংখ্যাও আরো বাড়বে অতীত অভিজ্ঞতায় এমটাই বলছে ঢামেক পুলিশ ফাঁড়ির। এমন সংখ্যা সাধারণ মানুষেরও।
ছিনতাই প্রতিরোধে সাধারণ মানুষকেই সচেতন হওয়ার তাগিদ দিলেন ডিএমপির মুখপাত্র মাসুদ রহমান।
ভোরবেলা বা মধ্য রাতে সিএনজি ,টেক্সিক্যাপ ব্যবহারে অধিক সচেতনতার পরামর্শও তার।
যমুনা টিভি