সিলেটের সকাল : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে আব্দুল করিম নামে এক ভুয়া র্যাব কমান্ডারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শুক্রবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানায়।
জানা যায়- গোপন সংবাদেও ভিত্তিতে র্যাব-৯ অভিযান চালিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র এএসপি মো. হায়াতুন নবী এই অভিযানে নেতৃত্ব দেন।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএজি সাইফুল ইসলাম জানান- নিজেকে র্যাব সদস্য দাবি করে চাকুরি দেবে বলে সে চুনারুঘাটের শামছুদ্দিন মিয়ার কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে চাকুরি না পাওয়াতে শামছুদ্দিনের সন্দেহ হলে চুনারুঘাট থানায় মামলা করেন। পরে চুনারুঘাট থেকে মামলাটি র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কাছে আসলে গোপন সংবাদের ভিত্তিতে ওই ভুয়া র্যাব কমান্ডারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।