বিনোদন ডেস্ক : ২০১৬ সালের সবচেয়ে চর্চিত ছবিগুলির মধ্যে অন্যতম সালমান খানের সুলতান। আলি আব্বাস জাফরের নির্দেশনায় কুস্তিগিরের ভূমিকায় দেখা যাবে বলিউডের সুপারস্টার সল্লু ভাইকে।
ছবির পটভূমি অনুযায়ী, এক জনপ্রিয় কুস্তিগির যিনি কুস্তির প্রতিযোগিতায় ভারতের জন্য সোনা জিতেছিলেন। কোনো কারণে তাঁকে এই খেলা থেকে অবসর নিতে হয়। কিন্তু আবার বিশেষ কোনো কারণে এই খেলায় ফিরে আসতে হয় তাঁকে। বহুদিনের বিরতি, অনুপযুক্ত শরীর সবকিছু মিলিয়ে বহু সমস্যার সম্মুখিন হতে হয় তাঁকে। এই ছবির শুটিংয়ের ফাঁকে কীভাবে সময় কাটাতেন সালমান ও আনুশকা তাঁর কিছু তথ্যপ্রমাণ রয়েছে আমাদের কাছে।
এই প্রথমবার সালমান খানকে লাঙ্গোট (খাটো ধুতি) পরে দেখা গেল। আর তার জেরে এতই সমস্যায় পড়েছিলেন সালমান, যে লাঙ্গোট পরে হাঁটতে গিয়ে প্রায় চোখের জলে নাকের জলে অবস্থা আর কি।
সালমান হাসতে হাসতে বলেছিলেন একটি সাক্ষাৎকারে, ‘ছবিতে সবচেয়ে কঠিন বিষয় ছিল লাঙ্গোট পরে অভিনয় করা। এখন বুঝতে পারছি, যে অভিনেত্রীরা যখন সুইমস্যুট পরেন তাদের কি সমস্যা হয়। যখন প্রথম লাঙ্গোট পরে আমার ভ্যানিটি ভ্যান থেকে বেরুতে যাব, দেখি প্রায় ৫০০০ লোক হা করে তাকিয়ে আছে। আমি রীতিমতো কেঁদে ফেলেছিলাম।’
সালমান খান আরও বলেন, ‘আমি কখনও শার্ট খুলতে দ্বিধা করিনি, কখনও লজ্জা পাইনি, কিন্তু লাঙ্গোট পরাটা সবচেয়ে কঠিন।’
সূত্র : অন ইন্ডিয়া