রফিক আহমেদ: সন্ত্রাসী গোষ্ঠীর কবল থেকে বিপন্ন দেশ বাঁচাতে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সিপিবি ও বাসদ।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ধারাবাহিক হত্যাকা-ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সিপিবি-বাসদের নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, গত ১৮মাসে ৪৬টি হামলায় ৪৮টি খুন হয়েছে। দেশি-বিদেশি দক্ষিণপন্থী উগ্র সাম্প্রদায়িক শক্তি ও তাদের মুরুব্বীদের এজে-া বাস্তবায়নের জন্য এইসব হত্যাকা- সংগঠিত হচ্ছে। এই সকল অশুভ তৎপরতার বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা বলেন, এই অশুভ শক্তির হাত থেকে পুরোহিত, ক্ষুদে ব্যবসায়ী, পুলিশ অফিসারের স্ত্রী- কেউই রেহাই পাচ্ছেন না। একদিকে টার্গেট করে পরিকল্পিতভাবে প্রকাশ্যে হত্যাকা- ঘটানো হচ্ছে। আবার গুম, গুপ্ত-হত্যাও চলছে। এমন এক নিরাপত্তাহীন অবস্থায় মানুষের ক্ষোভ-হতাশা, উদ্বেগ-উৎকণ্ঠা অনেক বেড়ে গেছে।
নেতৃবৃন্দ বলেন, ধারাবাহিক হত্যাকা- থেকে একথা ভাবাটাই স্বাভাবিক যে, উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হওয়ার দিকে দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে। এমন অস্বাভাবিক অবস্থায় দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রও বেড়ে গেছে। প্রকৃতপক্ষে গোটা দেশই আজ হুমকির মধ্যে। এই অবস্থা কিছুতেই মেনে নেয়া যায় না।
তারা আরো বলেন, প্রতিটি হত্যাকা-ের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে’। কিন্তু পুলিশ কোনো হত্যাকা-েরই বিচার এবং খুনীদের শাস্তি প্রদান করছে না। সরকারের কাছে দায়সারা গোছের বিবৃতি কিংবা অপব্যাখ্যা নয়, জনগণ সরকারের কাছে জীবনের নিরাপত্তার নিশ্চয়তা এবং সকল হত্যাকা-ের বিচার চায়।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেল। সমাবেশ পরিচালনা করেন সিপিবি নেতা কাফি রতন।