কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের অজান্তে বিষপান করে রিমা বেগম (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের দিনমজুর মো. আলমগীর মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার রাতে সিলেট এজিএম ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। রাতে রিমার লাশ কুলাউড়া থানায় আনা হলে শুক্রবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা যায়, গত সোমবার দুপুরে পরিবারের অজান্তে বিষপান করলে পরিবারের লোকজন তাকে প্রথমে কুলাউড়া হাসপাতাল ও পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে সিলেট নেয়ার পথে বৃহস্পতিবার রাতে রিমার মৃত্যু হয়।
কুলাউড়া থানার দায়িত্বরত কর্মকর্তা এ তথ্যটি নিশ্চিত করেছেন।