মমিনুল ইসলাম: পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রকদের সংস্থা এনএসজি’তে ঢুকতে কেবল একটি দেশের কাছে সমর্থন চাওয়ার পরিবর্তে ৪৮ সদস্য রাষ্ট্রের কাছে নিজেদের আবেদন তুলে ধরার জন্য বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার এ খবর প্রকাশ করেছে ডন।
এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে বিশেষ এ ক্লাবে ঢুকতে সমর্থন চেয়ে মার্কিন কর্মকর্তা ও আইনজীবীদের কাছে চিঠি লেখে পাকিস্তান।
এনএসজি’তে ইতিমধ্যে চীনের বিরোধীতায় সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে নয়াদিল্লি। অন্যদিকে, সদস্যপদের আবেদনে ওয়াশিংটনের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে ইসলামাবাদ। দৃশ্যত কারণে ভারত ও পাকিস্তান কেউই হয়তো নিকট ভবিষ্যতে এনএসজি’তে যোগ দিতে পারবে না।
দক্ষিণ এশিয়ার এ দুদেশের আবেদন মূল্যায়নের জন্য গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ভিয়েনায় ৪৮ সদস্য রাষ্ট্র এনএসজি’র বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে স্পষ্ট হয় যে, চীন ভারতের আবেদনকে, কোনভাবেই সমর্থন করবে না।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র পাকিস্তানকে তার আবেদন সব সদস্য রাষ্ট্রের কাছে তুলে ধরতে এ অনুরোধ জানান।