সালমা পারভীন : রাজনৈতিক পরিচয়ের আড়ালে জঙ্গি তৎপরতা চালালে তা কোনভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক এবং তাদের হয়েই দেশে গুপ্তহত্যা চালাচ্ছে। খাদ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সাথে বিএনপি-জামায়াত গাঁটছড়া বেধে জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে।’ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, ‘আলমগীর সাহেব, সন্ত্রাসীদের ধরার জন্য সরকার সাঁড়াশি অভিযান চালাচ্ছে। সেই সন্ত্রাসী যদি আপনার দলে থাকে, সেই সন্ত্রাসী যদি ছাত্রদলের নেতাকর্মী হয় তাহলে কাউকেই ছাড় দেয়া হবে না। রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাসী হিসেবে যদি আপনারা কাজ করেন কোনও অবস্থাতেই সরকার ছাড় দেবে না।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে যে সমস্ত জঙ্গি সংগঠন আছে আপনারাই সেই সব জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক। সেই সব জঙ্গি সংগঠনের হয়ে আপনারা আজ কাজ করছেন। রাজনৈতিক পরিচয়ের আড়ালে জঙ্গি তৎপরতা চালাবেন কোন অবস্থাতেই তা বরদাশত করা হবে না।’
সময় টিভি থেকে নেয়া